বাংলাদেশসহ সব দেশ থেকে ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে ৭ ডিসেম্বর থেকে করোনা টেস্টের নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসার নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় ব্রিটেনের হেলথ সেক্রেটারি সাজিদ জাভিদ এ ঘোষণা দেন।
একই সঙ্গে আসার দ্বিতীয় দিনের মাথায় করাতে হবে করোনার পিসিআর টেস্ট। যতক্ষণ পর্যন্ত করোনার ফলাফল নেগেটিভ না আসবে- থাকতে হবে সেলফ আইসোলেশনে। ওমিক্রণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এ ঘোষণা দিলো ব্রিটিশ সরকার।
স্বাস্থ্য সেক্রেটারি সাজিদ জাভিদ বলেছেন, ‘ব্রিটেনে প্রবেশের ক্ষেত্রে মঙ্গলবার থেকে লিটারেল ফ্লো টেস্ট বা পিসিআর টেস্টের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে।’
এর আগে ওমিক্রন ধরা পড়ার পর ব্রিটেনে প্রবেশের পর পিসিআর টেস্ট করার নিয়ম চালু করা হয়। তাই বর্তমানে যারা ব্রিটেনে প্রবেশ করছে তাদের সবাইকে ব্রিটেনে আসার দুই দিন পর করোনার পিসিআর পরীক্ষা করাতে হচ্ছে। আর টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত ভ্রমণকারীদের অবশ্যই সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে।
উল্লেখ্য, ব্রিটেনে করোনায় আক্রান্ত ও মৃত্যুহার প্রতিদিন বাড়ছে। ব্রিটেনের বিভিন্ন স্থানে ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক