যুক্তরাজ্যের লুটন শহরে বসবাসরত সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগরবাসীর) সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
মশাহিদ আলী বেলালের সভাপতিত্বে ও মোহাম্মদ আলী মজনুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দফতর সম্পাদক শাহ শামীম আহমেদ, গণসংযোগ সম্পাদক রবিন পাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, সহসভাপতি আনহার মিয়া, লুটন আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুর রহমান, সিনিয়র সহসভাপতি এম এ রাকিব, সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান চৌধুরী, সেলিম আহমেদ, অধ্যাপক ফরিদ আহমেদ, কভেনট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম এ রউফ, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, মৌলানা রুহুল আমিন, লুটন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ রাসেল, আশিক আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ