আন্তর্জাতিক জেনোসাইড (গণহত্যা) ও প্রতিরোধ দিবস উপলক্ষে ‘জেনোসাইড ‘৭১ ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র' কর্তৃক নিউইয়র্কে সেমিনার ও গণহত্যার উপর নির্মিত ডকুমেন্টারী ‘ক্রাই ফর জাস্টিস’ প্রদর্শণ করা হয়।
জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারের ৯ ডিসেম্বর বৃহস্পতিবার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন এর সভাপতি ড. প্রদীপ রঞ্জন কর। সেমিনার ও আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনজুর চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি ড. মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান জেসিকা গঞ্জালেস রোজাস এবং জেনিফার রাজকুমার, নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, বাংলাদেশ মিশনের প্রথম সেক্রেটারী (প্রেস) নূরএলাহী মিনা, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ডেমোক্র্যাট লিডার মুর্শেদ আলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, আইন সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, চলচ্চিত্র নির্মাতা বাশিরুল হক বিল্টু, ইয়ুথ ডেমোক্রেটিক ক্লাবের নেতা আহনাফ আলম।
বক্তারা উল্লেখ করেন, দীর্ঘ ৫০ বছর অতিবাহিত হলেও জাতিসংঘসহ আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই গণহত্যাকে স্বীকৃতি দেয়া হয়নি। এত রক্তক্ষয়ের পরও কেন এটাকে গণহত্যা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে না-সে প্রশ্নের অবতারণা করেন বক্তারা। তার করণীয় সম্পর্কে আলোকপাত করেণ এবং সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা উত্থাপন করে তা বাস্তবায়নের জন্যে পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সরকার ও প্রবাসী বাংলাদেশিদের একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় আরও অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকো, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালাল উদ্দিন জলিল, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুমানা আক্তার, জলি কর, নিউইয়র্ক মহানগর যুবলীগের সভাপতি খন্দকার জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম, গণজাগরণ মঞ্চের গোলাম রনী, সৈয়দ জুয়েল, মোঃ ফাতিন শাহ, অমিত, পলাশ এডওয়ার্ড প্রমুখ।
পরে বাংলাদেশে '৭১ এর মুক্তিযুদ্ধের সময় পাকিস্থানী হানাদার বাহিনী ও তাদের স্থানীয় দোসর রাজাকার- আলবদর-আলসামস দ্বারা সংঘটিত জেনোসাইডের উপর ডকুমেন্টারি ‘ক্রাই ফর জাস্টিস’ প্রদর্শিত হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন