নিউইয়র্ক সিটির ব্রুকলিনে বাঙালি মালিকানায় ‘প্রোহেলথ হোমকেয়ার ইনক’ নামে প্রবীণদের ঘরে রেখেই চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। স্বজনের সান্নিধ্যে নিজ সংস্কৃতির আবহে জীবন-সায়াহ্নের দিনগুলো অতিবাহিত করার ক্ষেত্রে নিউইয়র্কে বাংলাদেশিদের পরিচালনাধীন বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে।
সেই তালিকায় এবার যোগ হল ‘প্রোহেলথ হোমকেয়ার ইনক।’ গত ১০ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় ব্রুকলিনের ৩৭৫, ম্যাকডোনাল্ড এভিনিউতে দোয়া মাহফিলের পর কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির সিইও মামুন-উর রশীদের পরিচালনায় বাংলাদেশ মুসলিম সেন্টারের ইমাম ও খতীব মাওলানা রুহুল্লাহ দোয়া-মাহফিল পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান রবার্ট ক্যারোল, বাংলাদেশ মুসলিম সেন্টারের সভাপতি আবুল হাশেম, বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি প্রার্থী রব মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি লুৎফুল করিম প্রমুখ।
প্রোহেলথ হোমকেয়ারের সিইও মামুন উর রশীদ জানান, ব্রুকলিন বাসীদের সুবিধার্থেই ব্রুকলিনের প্রাণকেন্দ্র চার্চ ম্যাকডোনাল্ডে স্থাপন করা হল এই হোমকেয়ারের প্রথম অফিস। এখান থেকে ব্রুকলিনে বসবাসকারী প্রবীণ এবং বয়স্কদের হোমকেয়ার সংশ্লিষ্ট সব ধরনের সেবা প্রদান করা হবে। নিউইয়র্ক সিটির অন্য এলাকাতেও সংস্থাটির কার্যক্রম প্রসারিত করা হবে বলেও উল্লেখ করেন মামুন-উর রশীদ।
তিনি জানান, নিউইয়র্কে প্রোহেলথ হোমকেয়ারের সার্ভিসের মাধ্যমে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দেবে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। তিনি বলেন, কমিউনিটিকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে প্রোহেলথ হোমকেয়ারের স্টেটের নিয়মানুযায়ী ঘণ্টায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রদান করবে। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য একটি বিশ্বস্ত নাম প্রোহেলথ হোমকেয়ার।
উল্লেখ্য, মামুন-উর রশীদ ‘টিডি ইনস্যুরেন্স ব্রোকারেজ ইনক’র মাধ্যমে দীর্ঘদিন যাবত নিউইয়র্কে ইনস্যুরেন্স সেবা দিয়ে আসছেন। তারই সাফল্যের ধারাবাহিকতায় চালু করলেন প্রোহেলথ হোমকেয়ার। ঘরে বসেই আপনজনকে চিকিৎসা-সেবার বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক পাবার পথ সুগমকল্পে কংগ্রেসে পাশের অপেক্ষায় থাকা বার্ষিক ব্যয়-বরাদ্দের বাজেটেও মোটা অর্থের প্রস্তাব রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের আগ্রহে এই অর্থ রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর