বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে ইউরোপীয় পার্লামেন্টে স্মারকলিপি দেয়ার পাশাপাশি মানববন্ধন করেছে বেলজিয়াম শাখা বিএনপির নেতাকর্মীরা। এসময় ইউরোপিয়ান পার্লামেন্টের সামনের প্রাঙ্গন নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে শুরু হওয়া সমাবেশে নেতাকর্মীরা উপস্থিত হয়ে ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ স্লোগানে মুখরিত করে তোলেন। বেলজিয়াম বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
এসময় আরও বক্তব্য রাখেন বেলজিয়াম শাখা বিএনপির প্রধান উপদেষ্টা ছানোয়ার আলী ছিদ্দীক, সহ-সভাপতি আবু বক্কর, সহ-সভাপতি সামসু মিয়া, সহ-সভাপতি সৈয়দ আক্কাস, সহ-সভাপতি হেলাল আহম্মেদ, সহ- সভাপতি লুৎফর সিনিয়র নেতা, মিয়া তসু, হাবিবুল হাসান সোহাগ, আশীক আহাম্মেদ বাপ্পী, হারুনুর রসিদ, কাজী বাবু, হারুন মিয়া ও কামাল হোসেন পাটোয়ারি।
সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে সুচিকিৎসার খালেদা জিয়াকে বিদেশে নেয়ার সুযোগ দেবেন বর্তমান সরকার বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন কাজী টিপু সুলতান, মোস্তফা মোহাম্মদ (বাবু), সাইফউদ্দিন ইরান, জসিম উদ্দীন, মাকসুদুল হাসান মম, রাসেল খান, জহির সরদার, মোহাম্মদ হান্নান, মহিলা সম্পাদিকা ছালমা পলি, রেশমা জামান ও লিমা আক্তারসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/শফিক