কর্মী নিয়োগের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। আজ রবিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে স্থানীয় সময় বেলা ১১টায় সফিটেল হোটেলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে স্বাক্ষর করেন সেদেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
এই স্মারক স্বাক্ষর এর মধ্য দিয়ে দীর্ঘ সময় বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য খুলে গেল।