বর্ণাঢ্য আয়োজনে কানাডায় বসবাসরত চট্টগ্রামবাসীদের প্রতিনিধিত্বশীল সংগঠন 'চিটাগং এসোসিয়েশন অব কানাডা ইনক' বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে। শনিবার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল এই আয়োজনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের চট্টগ্রামবাসীদের সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা, গানে গানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা এবং চট্টগ্রামের সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয় পুরো অনুষ্ঠানে।
সব্যসাচী চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে এসোসিয়েশনের সভাপতি শিবু চৌধুরী সবাইকে স্বাগত জানান। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং বাংলাদেশের চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতায় চট্টগ্রামে ভূমিকা এবং অবদান তুলে ধরা হয়। বাউল সম্রাট পূর্ণদাস বাউল, শিল্পী তপন চৌধুরী, রবি চৌধুরীসহ তারকা শিল্পীরা এতে সঙ্গীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/হিমেল