'চার-ছয় বন্ধুত্বের হবে জয়' এই স্লোগানকে সামনে রেখে কাতারে ফেসবুকভিত্তিক গ্রুপ এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ এর চতুর্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। কেক কাটার মাধ্যমে এক আনন্দমুখর পরিবেশে বছরের প্রথম দিনটি বরণ করে নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীরা।
করোনা বিধি মেনে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে আয়োজন করা হয়েছে বলেও উল্লেখ করেন স্থায়ী প্রতিনিধি ওমর ফারুক পলাশ।
অনুষ্ঠানে প্রধান সম্ময়কারী ছিলেন ওমর ফারুক পলাশ, নিজাম উদ্দিন, আরমান মামুন, নোমান চৌধুরী, শাহজান সাজু।
সার্বিক সহযোগিতায় ছিলেন আহাদ মামুন, মারুফ, দিপু, রবি, রুবেল, রাজু, আজগর, শাকিল, শহিদুল ইসলামসহ অন্যান্যরা। বিভিন্ন সময় সামাজিক ও মানবিক কাজে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই গ্রুপটি।
বিডি প্রতিদিন/আরাফাত