নতুন বছরকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কাতারে মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে নবনির্বাচিত সভাপতি মিঠু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান।
সাংগঠনিক সম্পাদক সুহেল খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু রায়হান, রাজ রাজিব, প্রধান উপদেষ্টা
নুরুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ মৃধা, সহসভাপতি রাসেল হাওলাদার, সুজন মিয়া, গোলাম মাওলা হাজারি, রুবেল মিয়া, রুমান, লাবলু, জুয়েলসহ বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর প্রবাসীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সাথে সাথে প্রবাসীদের সুখে দুঃখে প্রবাসের মাটিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন সংগঠনটি শীর্ষস্থানীয় নেতারা।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন