মালয়েশিয়ায় গ্রেফতার বাংলাদেশের সাবেক হাইকমিশনার মেজর (অব.) মোহাম্মদ খায়রুজ্জামানকে ঢাকায় ফেরত পাঠানোর বিষয়ে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির হাই কোর্ট। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।
মালয়েশিয়ার হাই কোর্টের বিচারপতি মোহাম্মদ জেইনি মাজলান আজ মঙ্গলবার দেশটির অভিবাসন বিভাগের বিরুদ্ধে অন্তর্বতীকালীন এ আদেশ দেন মোহাম্মদ জেইনি মাজলান। তিনি বলেন, ‘আদালতের আদেশের বাইরে গিয়ে মোহাম্মদ খায়রুজ্জামানকে ফেরত পাঠানো হয়েছে এটি আমি শুনতে চাই না।’
মোহাম্মদ খায়রুজ্জামানের বিষয়ে পরবর্তী শুনানির দিন ২০ মে তারিখ ধার্য করেছেন আদালত। আদালতের আদেশের পর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোহাম্মদ খায়রুজ্জামানের স্ত্রী রিটা রহমান। তিনি তার স্বামীর অবস্থান জানতে চেয়েছেন।
উল্লেখ্য, মেজর (অব.) মোহাম্মদ খায়রুজ্জামান জেলহত্যা মামলার খালাসপ্রাপ্ত আসামি ও মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার। সম্প্রতি মালয়েশিয়ার আমপাং সেলাঙ্গর নামক এলাকার ১১ ব্লক বি ২-এর ৭ নম্বর অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়। বাংলাদেশ সরকারের খাতায় পলাতক থাকা খায়রুজ্জামান মালয়েশিয়ায় শরণার্থী হিসেবে আশ্রিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা