প্রবাসীদের সুখে দুঃখে সব সময় পাশে থাকার প্রত্যয় নিয়ে কাতারে চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্যে কমিটিতে পুনরায় মোস্তফা কামালকে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হারুনুর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত বৃহস্পতিবার দোহার শালিমার প্যালেস হোটেলে সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী ও মহিউদ্দিন কাজলের যৌথ পরিচালনায় কমিটির অন্যান্যরা হলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক তপন মহাজন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হারুন, সহসভাপতি ইসমাইল মনসুর ও ফজর কাদের, ফখরুল ইসলামসহ আরও অনেকেই।
এসময় কমরেড ইসমাইল হোসেন, মো. তৈয়ব,কাজী সালেহ আহমেদ,মোঃ মনছুর আলম,আলাউদ্দিন চৌধুরীসহ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাতার প্রবাসীদের কোনও মরদেহ দেশে প্রেরণের জন্য সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে দেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন কাতারে চট্টগ্রাম সমিতির নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ