অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী সংগঠন আনন্দধারা ইনক সিডনির ক্যাম্বেল্টাউন কমিউনিটি হলে প্রথমবারের মতো সরস্বতী পূজার আয়োজন করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূজায় বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল মণ্ডপ ও প্রতিমা স্থাপন, পূজা অর্চনা ও অঞ্জলি।
পূজাতে ছোট ছোট ছেলে মেয়েরা সরস্বতী ঠাকুরের সামনে হাতে খড়ি গ্রহণ করে। পূজা শেষে সারাদিন ব্যাপী ছিল প্রসাদ বিতরণ, মধ্যাহ্ন ভোজ, বৈকালিক জলপান এবং রাতের খাবারের ব্যবস্থা।
বিকালে বাচ্চাদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় আরতির পর
একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে আয়োজকদের পক্ষ থেকে অজয় দত্ত সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য দেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মাসুদ চৌধুরী, মাসুদ খলিল এবং কনস্যুলেট জেনারেল অফ বাংলাদেশ, সিডনির কনসাল মোহাম্মদ আশফাক হোসেন। প্রচুর দর্শক সমাগমের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা তাদের নাচ, গান, বাঁশি, কবিতা আবৃত্তি পরিবেশন করেন। উপস্থিত সুধীজনেরা আনন্দধারার এই প্রথম আয়োজন খুব সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা