মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ করল অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন।
এক বিবৃতিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, প্রবাসেও এই ভাষাকে নিয়ে আমরা গর্ব করি। ১৯৫২ সালে বুকের রক্ত দিয়ে সালাম, সফিক, বরকত, জব্বার, রফিক যে ইতিহাস রচনা করেছেন, সেটিই হয়ে উঠেছে বাঙালির অধিকার আদায়ের, মাথা নত না করার চির প্রেরণা। তাই একুশে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, বাঙালির আবেগ, ভালোবাসা, আত্মপরিচয়ের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এক প্রেরণার উৎস। আমরা শ্রদ্ধাবনতচিত্তে ভাষা আন্দোলনের জানা-অজানা সব শহীদকে স্মরণ করি।
তারা প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আহ্বান জানিয়ে আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে বিদেশি ভাষা শিক্ষায় জ্ঞানার্জনের পাশাপাশি সঠিক ও শুদ্ধভাবে বাংলাভাষা শিক্ষাও জরুরি। আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি জীবনের সর্বস্তরে বাংলা ভাষা চর্চা এবং প্রচলন করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন