যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ২৫ ফেব্রুয়ারি সিটির স্কুল ডিস্ট্রিক্টের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। সকালে যথাযোগ্য মর্যাদায় আটলান্টিক সিটি হাই স্কুলের মিলনায়তনে কোভিড বিধি মেনে বিভিন্ন আয়োজনে থাকবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা, কবিতা পাঠ ও সংগীত অনুষ্ঠান।
আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট লা কোয়েটা স্মল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর অনুষ্ঠান আয়োজন প্রসঙ্গে বলেন, স্কুল ডিস্ট্রিক্টে বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যেই তার এই প্রয়াস। তিনি ১৯৫২ সালে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি তার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানান।
আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী বলেন, ৫২-র শহীদদের মহান আত্মত্যাগের কারণেই আমাদের মাতৃভাষা বাংলা আজ বিশ্বসভায় সমাদৃত। ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যেই আমার এই প্রচেষ্টা।
উল্লেখ্য, সুব্রত চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় এবার ব্যাপক আয়োজনে দিবসটি উদযাপিত হবে। তার প্রচেষ্টায় গত ২০২০ সালে আটলান্টিক সিটি স্কুল জেলায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছিল।
আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট লা কোয়েটা স্মলের সার্বিক তত্ত্বাবধান ও নিবিড় পর্যবেক্ষণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি সম্পর্কে আটলান্টিক সিটি স্কুল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটেও সংবাদ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও ট্রাস্টি বোর্ড সভাপতি আব্দুর রফিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন এর উদ্যোগ গ্রহণ করায় আটলান্টিক সিটির পাবলিক স্কুলসমূহের সুপারিনটেনডেন্ট লা কোয়েটা স্মল ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরীকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিডি প্রতিদিন/ফারজানা