সিডনির ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের উদ্যোগে দুপুর ১টায় তাদের সবুজ চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ সোমবার কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইসস অস্ট্রেলিয়া ও বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের কর্মসূচির শুভ সূচনা করেন।
এরপর ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও ইব্রাহিম খলিল মাসুদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় অংশ নেন। আরও আলোচনায় অংশ নেন কায়সার আহমেদ, ড. রফিকুল ইসলাম ও আজম সরদার প্রমুখ।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে ভাষা সৈনিকদের আত্মত্যাগকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা সংরক্ষণ দিবস’ হিসেবে ঘোষণা করে এবং প্রতিবছর ২১শে ফেব্রুয়ারিতে এ দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর