নিউইয়র্কে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল শো-ডাউন করেছে। ১ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র যুবদলের নেতা-কর্মীরা জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় শান্তির পায়রা উড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।
প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি। উদ্বোধনী বক্তব্যে যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী সকলকে সবকিছুর উর্ধ্বে উঠে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সমর্থনে সরব থাকার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নিলুফার চৌধুরী মনি বলেন, মামলা-হামলা-গুমের আতংকে পালিয়ে যারা এই আমেরিকায় এসেছেন, তারা কষ্টার্জিত অর্থ রেমিটেন্স করছেন, পাশাপাশি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়ে আমাদেরকে উজ্জীবিত করছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দলের পক্ষ থেকে, চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষ থেকেও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদের সঞ্চালনায় এ র্যালিতে ব্রুকলীন, ব্রঙ্কস, জ্যামাইকার বিভিন্ন এলাকার যুবদল নেতা-কর্মীরা স্লোগানসহ র্যালিতে যোগদান করেন। শান্তির পায়রা আর লাল-সবুজের বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা ঘটানোর পর সকলে জড়ো হন নিকটস্থ একটি অডিটরিয়ামে। সেখানে যুবদলের রাজনৈতিক ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী।
আবু সাঈদের পরিচালনায় এ আলোচনায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আমানত হোসেন আমান, রফিকুল ইসলাম ডালিম, সারোয়ার খান বাবু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল