কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে দূতাবাস প্রাঙ্গনে দেশটিতে নিযুক্ত বিদায়ী রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ, সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন বাবুর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা এম এ বাতেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ সেলিম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, আক্তার জামান মামুন, ইসমাইল হোসেন, মোঃ জানে আলম, সাংবাদিক ই এম আকাশ, হুমায়ুন কবিরসহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব তনময় ইসলাম।
পরে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন বিষয়ে ভূয়সী প্রশংসা করার পাশাপাশি কাতার বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে ব্যাপক কাজ করে যাওয়ার কথা উল্লেখ্য করেন রাষ্ট্রদূত মোঃ জসিম উদ্দিন। সেই সাথে প্রবাসী বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরো সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন