ইতালি রোমে জাতীয় ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় আয়োজিত এম্বাসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ক্রিয়া সংস্থার সভাপতি হাজী জসীম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান।
এসময় বক্তব্য রাখেন ক্রিয়া সংস্থার উপদেষ্টা আনিমুর রহমান সালাম, সিনিয়র সহ সভাপতি আবু তাহের,পরিচালক সাজ্জাদুল কবির,প্রধান নির্বাচক শাহাদাত হোসেন রনি সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় ভেনিস স্পোটিং ক্লাব ৫-০ গোলে পরাজিত করে বাহাদুরপুর ক্লাবকে।
বিডি-প্রতিদিন/এ এস টি