সিলেটে বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ইতালির রাজধানী রোমে শোক ও প্রতিবাদ সভা করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম, ইতালি।
সংগঠনের সভাপতি মো. গাউসুজ্জামান গেন্দু শাকিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইতালি বিএনপির সহ-সভাপতি সাজ্জাদুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ তৌহিদ কাদের, সহ সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিরা মিয়া, রানা খান, কাদির মিয়া, মোসলেম মিয়াসহ আরও অনেকে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আরমান উদ্দিন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ, ফরহাদ আহমেদ, কয়েস উদ্দিন, হেলাল মিয়া, মো. খোকন, সাজিম আহমেদ, জাইদুল ইসলাম প্রমূখ। হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ