কুয়েতের ফাহাহিল স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলায় মুখোমুখি হয় বাংলার আলো স্পোর্টিং ক্লাব বনাম যমুনা স্পোর্টিং ক্লাব।
এতে বাংলার আলো স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে যমুনা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয়ের শিরোপা অর্জন করে।
বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েত এর সভাপতি হযরত আলী মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিফেন্স এ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান উজ্জামান, দূতালয় প্রধান ও প্রথম সচিব নিয়াজ মুর্শেদ, আওয়ামী লীগ সভাপতি হোসেন আহম্মদ আজীজ, জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, জীলিব প্রবাসী ক্লাবের সভাপতি হুমায়ুন আলী সহ অসংখ্য সুধীজন।
খেলা দেখতে কুয়েতের নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। বাংলার আলো স্পোর্টিং ক্লাব এর সভাপতি মোহাম্মদ সেলিম হাওলাদার সহ ক্লাবের খেলোয়াড়রা রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন