ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে রোমে। রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চিতে দলীয় নেতাকর্মীরা তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিন শতাধিক দলীয় নেতাকর্মী হাজির হন রোমের বিমানবন্দরে। সেখান থেকে তাদেরকে উঠানো হয় লিমোজিন গাড়িতে। ৭০টিরও অধিক প্রাইভেট কার অনুসরণ করে গাড়িটিকে।
বিশাল মোটর শোভাযাত্রায় তাদেরকে নিয়ে আসা হয় বাংলাদেশিদের প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিওতে। সেখানে রোমের বাইরে থেকে আসা মিলানো ভেনিস তরিনু মন ফালকনেসহ বিভিন্ন অঞ্চলের দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় তুসকোলনা এলাকায়,
সেখানে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী তাদেরকে শুভেচ্ছা জানান। এসময় কর্মীরা তাদেরকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন। সেখান থেকে তারা আওয়ামী লীগ নেতা দিন মোহাম্মদের রেস্টুরেন্টে যান।
সেখানে সভাপতির মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন দলীয় নেতাকর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কমিটিকে লিখিত অনুমোদন দেওয়ার পরও যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করেছেন, তারা ইতালি আওয়ামী লীগ করতে পারবেন কিনা ভেবে দেখতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান দলীয় নেতাকর্মীদের।
সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, ইতালি আওয়ামী লীগের আগামী কমিটি হবে পরিচ্ছন্ন এবং পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে। কোন দালাল বা দলের জন্য ক্ষতিকর এমন হাইব্রিড কাউকে কমিটিতে রাখা হবে না বলেও তিনি সতর্ক করে দেন। তবে তিনি ঐক্যবদ্ধভাবে সকলকে দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
এর আগে, তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন স্থান থেকে আগত দলীয় নেতাকর্মীরা। এই সময় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেনও বক্তব্য রাখেন। এছাড়া সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মাঝি, হাজী মো. জসিম উদ্দিন, আব্দুর রউফ ফকির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারীসহ নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক