সিলেটের জনগোষ্ঠীর একটি সামাজিক সংগঠন জালালাবাদ ইউনাইটেড অ্যাসোসিয়েশন অফ অস্ট্রেলিয়া তাদের ২০২৩-২৪ বার্ষিক আলোচনা সভা করেছে। স্থানীয় সময় ১৩ নভেম্বর (রবিবার) বিকেল ৫টায় সিডনির লাকেম্বার একটি হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ড. ফয়সাল আহমেদ এবং সঞ্চালনা করেন মোহাম্মদ জুনেদ আহমেদ। লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া, লাকেম্বা শাখার সভাপতি মোহাম্মদ জামান টিটু এই সভার প্রধান অতিথি ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. ফয়সাল আহমেদ বলেন, অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা নতুন প্রজন্মের নৈতিক দায়িত্ব তাদের দেশে তাদের স্বজনদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। এই সংস্থাটি সবাইকে আইনি মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করা, অতীতের মতো বাংলাদেশে বিভিন্ন দুর্যোগের সময় পাশে দাঁড়ানো, অস্ট্রেলিয়ায় বসবাসরত সিলেটবাসীদের অভিবাসন ও পাসপোর্ট সংক্রান্ত সমস্যা চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানানোর কাজ করবে। সংস্থাটি সম্প্রতি অস্ট্রেলিয়া সরকারের সংশ্লিষ্ট বিভাগে নিবন্ধিত হয়েছে। রেজিস্ট্রেশন নং- INC 201030।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়জুল চৌধুরী, কোষাধ্যক্ষ সম্পাদক জামান ইকবাল। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো নেওয়ারখান, প্রধান পেট্রন জনাব নূর আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ এমডি ওসমান, জনসংযোগ সম্পাদক শিহাব উদ্দিন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মিজানুর রহমান, ফয়জুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাংগঠনিকসম্পাদক জাহিদুর রহমান, যুগ্ম জনসংযোগ সম্পাদক হাবিবুর রহমান চমন, কার্যনির্বাহী সদস্য আজাদুল আলম, আহবাব সুন্না, ইফতেখার প্রমুখ, আহমদ, আব্দুল হান্নান, জসিম উদ্দিন, মানিক মিয়া, রুমেল রহমান, কামরুল হোসেন, পাবলিক অফিসারআশিক শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ থেকে কার্যত মূল কর্মসূচিতে যোগ দেন সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি এম কে সোলেমান আহমেদ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মবিষয়ক মহাসচিব সৈয়দ মোহাম্মদ মিসবাহ।
বিডি প্রতিদিন/হিমেল