সিডনির লিভারপুলস্থ হুইটলাম লেজার সেন্টারে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। গত ২০ নভেম্বর (রবিবার) ১১ টি দেশের অংশগ্রহণে এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিবেশনা সবার প্রশংসা অর্জন করে।
আল ফয়সাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেল ১টা ৩০ মিনিটে। দেশের ট্রেডিশনাল ঔনারদের পক্ষে আংকেল হ্যারি দেশকে এ্যাকনলেজ করেন। লিভারপুল সিটি মেয়র নেড ম্যানুনের প্রতিনিধি কাউন্সিলর রিচার্ড আম্মুন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্বেলটাউন সিটি মেয়রের পক্ষে কাউন্সিলর জশ কটার বক্তব্য রাখেন। মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম এন্ড মিনিস্টার ফর সিনিয়রস মার্ক কুরি এমপি তাঁর বক্তৃতায় একটি সফল মাল্টিকালচারাল ফেস্টিভাল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সফল মাল্টিকালচারাল দেশ যেখানে সবাই ভিন্নতা সত্বেও এক এবং অভিন্ন উল্লেখ করেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন সময়ে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রীসি, স্থানীয় এমপি পল লিঞ্চ, ক্যাম্বডেন সিটি মেয়র তেরেসা ফেডেলি, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সুমন সাহা, কাউন্সিলর নেথান হ্যাগারটি, ডার্সি লাউন্ড, মাসুদ চৌধুরী, ঊষা ডোম্মারাজু, কারিশমা কালিয়ান্দা, ইব্রাহিম খলিল মাসুদ তিন গ্রুপে আর্ট কম্পিটিশনে বিজয়ীদের পুরষ্কৃত করেন এবং বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারী মো. সফিকুল আলম সফিক। সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিচালনা এবং নির্দেশনায় ছিলেন সংগঠনের কালচারাল সেক্রেটারি পূরবী পারমিতা বোস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পৃথিবী এবং জুঁই সেন পল। তাদেরকে সহায়তা করেন আশিকুর রহমান এ্যাশ, মোহাম্মাদ রানা, কামাল পাশা, সাজ্জাদ সিদ্দিক।
অনুষ্ঠানের প্রধান স্পন্সর লিংকার্স গ্রুপ কমিউনিটি এবং মাল্টিকালচারালিজম সম্প্রসারণে তাদের ভূমিকা এবং করনীয় বর্ণনা করেন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই উৎসব।
বিডি প্রতিদিন/হিমেল