গ্রিসে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর দূতাবাস প্রাঙ্গণে দিবসটি পালন করা হয়। এতে প্রবাসী বাংলাদেশিরা ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর দিবসটি উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে দূতাবাসের মিনিস্টার ও দূতালয় প্রধান মো. খালেদ এবং দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পাল অংশগ্রহণ করেন।
বক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া প্রবাসীদের জন্য ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উপর তথ্যমূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/এমআই