১৯৭২ সালে প্রতিষ্ঠিত ‘নাট্যচক্র’ ইতিমধ্যেই ৫০ বছর পূর্ণ করেছে। শুক্রবার ‘নাট্যচক্র’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠান মালার অংশ হিসেবে আলোচনা সভা ও দলের প্রথম নাটকের পুনঃমঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে।
দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে ছিল নাট্য চক্রের প্রথম প্রযোজনা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ নাটকের পুনঃমঞ্চায়ন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন মঞ্চসারথী আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশিদ এবং নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ। সভাপতিত্ব করেন ‘নাট্যচক্র’র সভাপতি ম. হামিদ।
এসময় উপস্থিত ছিলেন নাট্যচক্র’র সহ-সভাপতি নাট্যজন ফাল্গুনী হামিদ, সহ-সভাপতি দেবপ্রসাদ দেবনাথ, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান টুলু, নাট্যজন খায়রুল আলম সবুজ, নাট্যজন খ. ম হারুন, নাট্যজন নরেশ ভূঁইয়াসহ বিভিন্ন নাট্যদলের নাট্যজন এবং সুধীজনরা।
দ্বিতীয় পর্বে মঞ্চস্থ হয় নাট্যচক্রের প্রথম প্রযোজনা ‘এক্সপ্লোসিভ ও মূল সমস্যা’ নাটকের পুনঃমঞ্চায়ন। এতে অভিনয় করেন রবিউল মাহমুদ ইয়ং, সামসুদ্দিন হায়দার ডালিম, জুনায়েদ ইউসুফ, তনিমা হামিদ ও মাসুদুল হাসান শাওন রোমেল মাহমুদ, পরিমল কুমার পাল ও মো. শফিউল আজম। নাটকটি রচনা করেন সেলিম আল দীন এবং নির্দেশনায় ছিলেন ম. হামিদ।
মঞ্চ ও আলোক পরিকল্পনায় জুনায়েদ ইউসুফ, আবহ ও শব্দ পরিকল্পনায় শিশির রহমান এবং সহযোগিতায় সোমাঘোষসহ অন্যরা।
বিডি প্রতিদিন/এমআই