দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শীতকালীন পিঠা মেলার আয়োজন করে রোমের সেন্তেসেল্লে ঐক্য পরিষদ। রোমের একটি হল রুমে আয়োজিত পিঠা মেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসরাফিল বারী।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমনের পরিচালনায় প্রবাসী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। কুলি, ভাপা ও চিতই পিঠাসহ শীতকালীন বাহারি পিঠা নিয়ে আসে রোমের নারীরা। মজাদার ও সুস্বাদু পিঠার জন্য দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
এ সময় আয়োজকরা বলেন, প্রবাসে থেকে আমরা শীতকালীন পিঠার কথা অনেকেই ভুলে গেছি। ইতালিতে বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে পরিচিত করাই পিঠা উৎসবের মূল লক্ষ্য।
বিডি প্রতিদিন/এমআই