প্রবাসে সম্প্রীতির অবস্থান দৃঢ় করতে এবং ভ্রাতৃত্ববোধ সম্পর্ক বাড়াতে কম্বোডিয়ার রাজধানী নমপেনে বাংলাদেশি কমিউনিটির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ৭টায় স্থানীয় প্রিমিয়াম স্পোর্ট ক্লাবের ফুটবল মাঠে আয়োজিত খেলায় দুই গ্রুপ অংশগ্রহণ করে। দু’দল দুর্দান্ত খেললেও ম্যাচে ৪-৪ গোলে ড্র হয়ে যায়।
বাংলাদেশি কমিউনিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবির বলেন, খেলার ফলাফল যাই হোক, শেষ পর্যন্ত দু’দলের খেলোয়াড়রা দারুণ খেলেছেন এবং সমর্থকেরাও দারুণ আনন্দ-উচ্ছ্বাসে মেতে ছিলেন। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে বাংলাদেশি কমিউনিটির কোমলমতি বাচ্চারা। বাংলাদেশি কমিউনিটির ভাতৃত্ববোধ, একাত্মতা, সম্প্রীতি এবং যোগাযোগ রক্ষায় এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে।
এদিকে, খেলায় টিমের পক্ষে ৪টি গোল করেন তাহসিন ও শরিফুল এবং টিম-বি এর পক্ষে ৪টি গোল করেন তারেক, মাহাদি ও কবির। বাংলাদেশি কমিউনিটির নারীদের হাতে পুরস্কার বিতরণী এবং প্রীতিভোজের মাধ্যমে প্রীতি ফুটবল ম্যাচের সম্মাপ্তি ঘটে।
বিডি প্রতিদিন/আরাফাত