কাতারে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার নিউ জামান হোটেলে কাতার ছাত্রলীগের সভাপতি সেলিম সরকার সিজানের সভাপতিত্বে অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।
সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাতার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান, উপদেষ্টা জসিম উদ্দিন দুলাল, কাতার আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম ও সাংগঠনিক সম্পাদক শাহ আলম খান, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ মালেক, কাতার জাসদের সাধারণ সম্পাদক তৌফিক ই চৌধুরী, নুরুল আফসার বাবুল, খায়রুল আলম সাগর, আতিকুল মাওলা মিঠু, মুস্তাফিজুর রহমান রিপন, শেখ আক্তার,মাসুদ রানা, খলিল সিকদার, ইমরান আহমেদ, সাব্বির আহমেদ, নজরুল, সাখাওয়াত হোসেন সাগরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সকল ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে ছাত্রলীগ ঐতিহাসিক ভূমিকা পালন করছে। আগামী দিনেও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্বে সকল অশুভ শক্তির ষড়যন্ত্রকে ছিন্নভিন্ন করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করবে বাংলাদেশ ছাত্রলীগ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ