জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে অফিসসূচির পরে হাইকমিশনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। এসময় দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
জাতির পিতা ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফিরাত কামনা করে করা হয় বিশেষ মোনাজাত। অনুষ্ঠানের শেষে দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত হয় একটি আলোচনা সভা। উক্ত অনুষ্ঠানে হাই কমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
দিবসের আলোচনায় অংশ নিয়ে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেন একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মবিসর্জন দানকারী জানা-অজানা শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অসাধারণ ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতার লাল সবুজ পতাকা।
বিডি প্রতিদিন/এমআই