ইতালির রোমে সর্ব সম্মতিক্রমে বরগুনা জেলা সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। মিলনমেলা ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। জেলা সমিতির সভাপতি করা হয় মো. ইউসুফ আলীকে। আর এম ডি রিয়াজ হোসেনকে করা হয়েছে সাধারণ সম্পাদক।
আলোচনা সভা ও মিলনমেলায় বিশেষ অতিথি ছিলেন রোমের বরিশাল কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে মুজিবুর রহমান, আল আমিন ভূঁইয়া, মো. হেলাল উদ্দিন, মো. শাহিন, মো. নাসির উদ্দিন খান, সোহেল বক্সী, মাইনুল কবির জুয়েল, নাদিম মাহামুদসহ আরো অনেকে।
এ সময় বরগুনা জেলা সমিতির আংশিক কমিটি ঘোষণা করা হয়। অন্যান্য নেতৃবৃন্দ হলেন প্রধান পৃষ্ঠপোষক আব্দুস সালাম, প্রধান উপদেষ্টা কবির মাহমুদ (ভেনিস), প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর। এছাড়া উপদেষ্টা মীর পলাশ, সাদিকুর রহমান মৃধা, সবুজ আহমেদ, এনামুল এক সালাম, মোহাম্মদ শাহিন, আর এম রবি।সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, সহ সভাপতি গোলাম আসাদ, রাসেল শিকদার, মাসুদ ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, আল আমিন হোসেন, জাফর হোসেন, মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক ফোরকান হাওলাদার, এমডি রাসেল, দিপু হোসেন, কোষাধক্ষ্য জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রিজন হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফাহিমা হোসেন হেনা, সাংস্কৃতিক সম্পাদক মাকসুদা মায়া রুবি, তথ্য গবেষণা সম্পাদক মো. আরিফ হোসেন, প্রকাশনা সম্পাদক মাইনউদ্দিন হোসেন।
এ সময় বরগুনা জেলা সমিতির পক্ষ থেকে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. শামীম আহসান, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি জসিম উদ্দিন, বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি জি এম কিবরিয়া, কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া নতুন কমিটির নেতৃবৃন্দকে বরিশাল বিভাগ সমিতি, বরিশাল বিভাগ যুব সমিতি, বরিশাল জেলা সমিতি সাবেক নেতৃবৃন্দ এবং পিরোজপুর জেলার সমিতির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিডি প্রতিদিন/হিমেল