অস্ট্রেলিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান কচি। বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি আইনজীবী ড. মোহাম্মাদ সিরাজুল হক স্বাক্ষরতি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া একটি শক্তিশালী প্রবাসী সংগঠন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে ১৯৯৭ সাল থেকে প্রবাসে পথ চলছে সংগঠনটি।
নতুন দায়িত্ব পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান কচি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সহযোদ্ধা নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক পি এস চুন্নুর মৃত্যু হয়। তার জায়গায় মেহেদী হাসান কচিকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। এর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
বিডি প্রতিদিন/এমআই