অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে সিডনি প্রবাসী আল নোমান শামীমের দু’টি বই। বই দু’টি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন। বই দু’টি মেলায় অন্বেষা প্রকাশনের ১২ নম্বর প্যাভিলিয়নে ও 'বইফেরী ডটকমে' পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে লেখক জানান, ‘কোনো এক আপন জ্যোৎস্নায়’ তার কবিতার বই। প্রেম-বিরহ ও সম্পর্কের নানাবিধ টানাপড়েন নিয়ে এই বইটি মূলত তরুণ-তরুণীদের ভালো লাগবে। অন্যটি ‘বাঙালীর ছায়াবৃক্ষ’, সম্পাদিত বই। সারা বিশ্বে ছড়িয়ে পড়া লেখকদের লেখা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখার অদ্ভুত সুন্দর অভিজ্ঞতা নিয়ে একদম আনকোড়া বইটি পাঠকের আগ্রহ বাড়াবে, সন্দেহ নেই। দু’টি বইয়েরই চমৎকার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
আল নোমান শামীম নামে পরিচিত হলেও বৈষয়িক নাম আব্দুল্লাহ আল নোমান। উচ্চশিক্ষা নেওয়ার সুবাদে লেখক অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে গত প্রায় দুই দশকেরও বেশি সময় অবস্থান করছেন সেখানে। আল নোমান শামীম সিডনি থেকে প্রকাশিত মাসিক ‘মুক্তমঞ্চ’ পত্রিকার সম্পাদক। অস্ট্রেলিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘একুশে একাডেমি অস্ট্রেলিয়া’র অন্যতম প্রতিষ্ঠাতা।
কৈশোর ও প্রথম যৌবন থেকে গণতান্ত্রিক অন্দোলনের সঙ্গে যুক্ত কবি ক্রমাগত বিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। লেখকের কবিতা, প্রবন্ধ ও সম্পাদনার উপর ৬টি প্রকাশনা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত