ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান মূলধারার রাজনীতির সাথে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। রোমে আয়োজিত মাদারীপুর জেলা সমিতির এক পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, ইতালির রোমে প্রবাসী বাংলাদেশিরা পূর্ণাঙ্গ বাংলা স্কুলের উদ্যোগ নিলে রোমস্থ দূতাবাস আর্থিক সহায়তাসহ সকল ধরনের সহযোগিতা করবে।
ইতালিতে মাদারীপুর জেলা সমিতির পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে রাজধানী রোমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান প্রবাসী বাংলাদেশিদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি মূলধারান রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সুন্দর সমাজ গঠনের পাশাপাশি মূলধারা রাজনীতিতে সম্পৃক্ত হয়ে বাংলাদেশকে তুলে ধরতে হবে।
মাদারীপুর জেলা সমিতির সভাপতি ওয়াদুদ মিয়া জনির সভাপতিত্বে এবং মাসুম বিল্লার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির, মো. জিয়াবুল হক, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সভাপতি আব্দুর রউফ রফি, বাংলাদেশ সমিতির সভাপতি আফতাব বেপারী, কমিউনিটি নেতা এম. এ রব মিন্টুসহ আরও অনেকে। এসময় রাষ্ট্রদূতসহ ইতালিয়ান অতিথিদের বিশেষ সম্মাননা দেয় মাদারীপুর জেলা সমিতি। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/শফিক