কানাডায় শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে "শেখ রাসেল দিবস" উদযাপিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কানাডা শাখার উদ্যোগে কানাডার টরোন্টোর ডেনফোর্থের রেড হর্ট রেস্টুরেন্টে কেক কেটে এবং দোয়া মাহফিলের মাধ্যমে শেখ রাসেল দিবস ও শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়।
অনুষ্ঠানে অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়াউল আহসান চৌধুরী।
কেক কেটে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন ও আলোচনায় অংশগ্রহণ করেন কানাডার আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচিত করতে সকলে একযোগে কানাডা থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডার সহসভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিম, আশ্রাফুল ইসলাম টিপু, মুশফাকুর রহমান আকন্দ, এ বি হামিদ, কানাডা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ঝোটন তরফদার, দপ্তর সম্পাদক শেখ জসিম উদ্দিন, নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান, আব্দুল মান্নান, মোরশেদ আহমেদ মুক্তা ও রফিকুল আলম।
এ ছাড়াও স্বেচ্ছাসেবক লীগের সদস্য তাজুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সহসভাপতি ড. এ এম তোহা, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান, তৌহিদ খান আশিকসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন