মালয়েশিয়ার জাতীয় স্টেডিয়াম বুকিত জলিলের আজিয়াটা অ্যারেনায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া এই সমাবেশে প্রায় ২০ হাজার মালয়েশিয়ান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মুসলিম ইয়ুথ মুভমেন্ট অফ মালয়েশিয়ার (এবিআইএম) সভাপতি মুহাম্মাদ ফয়জল আবদুল আজিজ বলেন, মাগরিবের নামাজের মাধ্যমে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এরপর ফিলিস্তিনি ক্বারি ও ইমাম শায়খ রামি আস-সুসির নেতৃত্বে একটি হাজত নামাজ অনুষ্ঠিত হবে।
আজিজ আরও বলেন, সমাবেশটি ফিলিস্তিনি জনগণের সংগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ মালয়েশিয়ার প্রতিনিধিত্বকারী বেসরকারি সংস্থা (এনজিও) এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রতিশ্রুতিবদ্ধ বক্তব্যগুলোতে ফোকাস করবে এবং নিঃসন্দেহে বিশ্বজুড়ে ফোকাস হবে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের বক্তব্য।
সমাবেশে এবিআইএম এবং গ্লোবাল পিস মালয়েশিয়া (জিপিএম) প্রধান সংগঠক হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নির্ধারিত সমাবেশে মালয়েশিয়ান মানবিক সহায়তা ও ত্রাণ (এমএএইচএআর) এবং মালয়েশিয়ান কনসালটেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশন’র (এমএপিআইএম) মতো ৪০টিরও বেশি এনজিও জড়িত থাকবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি যে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করার সংগ্রাম অব্যাহত থাকবে। কারণ এবিআইএম’র জন্য এই সংগঠিত সমাবেশটি শেষ নয় বরং মালয়েশিয়ান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ফিলিস্তিনি জনগণের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার জন্য এটি একটি নতুন শ্বাস হিসেবে কাজ করবে।
এদিকে, মাহারের সভাপতি জিসমি জোহারি বলেছেন, আজকের রাতের অনুষ্ঠানটি ফিলিস্তিনিদের প্রতি মালয়েশিয়ার সমর্থনের একটি প্রদর্শনী নয় বরং মধ্যপ্রাচ্যের দেশটিতে জর্জরিত সংঘাতের ইতিহাস এবং উন্নয়ন সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করাও।
সমাবেশের উদ্দেশ্য হলো একত্রিত হওয়া এবং সংহতি দেখানো। কিন্তু আমরা ফিলিস্তিনে আসলে কী ঘটছে এবং কেন আমাদের জানা দরকার সে সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করতে চাই। ফিলিস্তিনে আসলে কী ঘটছে তার বক্তৃতা শুনতে জনসাধারণ আসতে পারে। এই বিষয়ে যতটা সম্ভব তথ্য পাওয়ার এটি একটি ভালো সুযোগ এবং তবেই আপনি অন্যদের বলতে পারবেন কেন আমরা ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে আছি। এই সমস্যাটি শুধুমাত্র ধর্মীয় সংগ্রামের নয়, এটি মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোকে জড়িত করে।
যারা এই সমাবেশে অংশগ্রহণ করতে চান, তাদের তাড়াতাড়ি আসার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ স্টেডিয়ামের দরজা সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে খুলবে। অনুষ্ঠান চলাকালীন মালয়েশিয়ার জনপ্রিয় সংগীত শিল্পী দাতুক সেরি সিতি নুরহালিজা এবং ফয়জল তাহিরসহ দেশের শীর্ষস্থানীয় কিছু শিল্পীর একটি বিশেষ পরিবেশনাও থাকবে।
বিডি প্রতিদিন/এমআই