সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল নটরডেম কলেজের পুনর্মিলন ও ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান। গত ২৯ অক্টোবর সিডনি শহরের ব্ল্যাকটাউন এলাকার বোম্যান হলে এই জমকালো আয়োজনে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, এডিলেড, পার্থ ও ক্যানবেরা থেকে কলেজটির সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাংলাদেশে থেকে যান নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও (সি এস সি) ও পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও বিভাগীয় প্রধান সুশান্ত কুমার সরকার এবং ইংরেজি বিভাগের সাবেক শিক্ষিকা নাহিদা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাদার হেমন্ত পিউস রোজারিও। বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক সুশান্ত কুমার সরকার ও নাহিদা সুলতানা। শুভেচ্ছা ও ধন্যবাদ জানান নটরডেম কলেজ অ্যালুমনাই অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক সায়মন হোসেন। ইসি কমিটির সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন বর্তমান সেক্রেটারি। নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েসান অস্ট্রেলিয়ার বর্তমান সভাপতি ডা. সাজিদুল ইসলাম তার বক্তব্যে এসোসিয়েশনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
দুপুরের মধ্যাহ্নভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এই পর্বে নানা-নাতির রম্য গম্ভীরার মাধ্যমে দর্শকদের আনন্দ দেবার পাশাপাশি সামাজিক একটি বার্তা দেবার প্রয়াস ছিল। প্রাক্তন শিক্ষার্থীরা গান ও কবিতা পাঠ করেন। শেষে ছিল সিডনির স্থানীয় ব্যান্ড ট্রিও এর আয়োজনে মনোজ্ঞ ব্যান্ডসঙ্গীতের আয়োজন হয়। সবাই নেচে গেয়ে আনন্দে মেতে ওঠে।
কার্যনির্বাহী কমিটি সবাইকে ধন্যবাদ দিয়ে এবং ভবিষ্যতে আরো বিশাল পরিসরে এই অনুষ্ঠান আয়োজনের ইচ্ছে প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম