বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহান এই বিজয়ের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের।
নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফের সঞ্চালনায় এই সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, এক মিনিট নীরবতা এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয়।
মহান বিজয় দিবসের এই আলোচনায় আরও অংশ নেন নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, রাতুল বড়ুয়া, উপদেষ্টা প্রফেসর মুসা শরিফ, সেলিম জাহাঙ্গীর, জিয়াউল হাসান, রবিউল আলম, প্রীতিমা রাণী দেবী, মোহাম্মদ মিয়াজী, আব্দুস সালাম খোকন, প্রিতম বড়ুয়া, মাহফুজুল হক, নাকিবা মিনহান এবং ১৪ দলের শরীক জাতীয় পার্টি-জেপির সহ-সাধারণ সম্পাদক কে এম মজিবুর রহমান মজনু।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন