কানাডায় জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন বা ক্রিসমাস ডে। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গীর্জায় একত্রিত হয়ে বিশ্ববাসীর জন্য সুখ শান্তি কামনা করে প্রার্থনা করেছেন।
কানাডার স্থানীয় সময় রবিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের চার্চে ছিল উপচে পরা ভিড়। কানাডিয়ানরা সারা সবছরই অপেক্ষায় থাকে এই দিনটির। দিনটি শুরু হবার পূর্বেই ডিসেম্বর মাস জুড়ে থাকে আনন্দ উৎসবের আয়োজন।
বড়দিনকে ঘিরে আনন্দ উৎসবে মেতে উঠেন প্রবাসী বাঙালিরা। বড়দিনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো প্রিয়জনের মধ্যে উপহার আদান-প্রদান। সিক্রেট শান্তা আর প্রগাঢ় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাগাভাগি করে নেন বড়দিনের আনন্দ।
ইতিমধ্যেই বিভিন্ন কমিউনিটির নেতারা রাস্তায় রাস্তায় 'মেরি ক্রিসমাস’ সম্বলিত পোস্টার লাগিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। বিভিন্ন শপিংমল ও পরিবহন গুলিতে লেখা হয়েছে “হ্যাপি হলিডে”।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন