কাতারে প্রথমবারের মতো থার্টি ফাস্ট উপলক্ষে মেগা কনসার্টের আয়োজন করতে যাচ্ছে গালফ বাংলাদেশ বিজনেস এসোসিয়েশন।
দোহার বিন মাহমুদ এলাকায় বাংলাদেশি দ্বারা পরিচালিত দ্যা ভিক্টোরি হোটেলে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।
গতকাল শুক্রবার দোহার ম্যাজিস্ট্রিক হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ব্যবসায়ী এম সাইফুল আলম, মাহবুবুর রহমান চৌধুরী বাবু, খায়রুল আলম সাগর, শফিকুল ইসলাম প্রধান, সোলেমান গনি, গোলাম মাওলানা হাজারীসহ অন্যন্যারা।
অনুষ্ঠানে নৈশভোজসহ ৫০ রিয়াল রেজিস্ট্রেশনে যে কেউ ফ্যামেলি নিয়ে এতে অংশগ্রহণ করতে পারবে বলে জানান উদযাপন কমিটি।
বিডি-প্রতিদিন/বাজিত