পদাতিক নাট্য সংসদের সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননায় ভূষিত হলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যব্যক্তিত্ব আলী যাকের। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে প্রধান অতিথি থেকে সৈয়দ শামসুল হক ও আলী যাকেরের হাতে এ স্মারক সম্মাননা ক্রেস্ট তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শিশুতোষ গ্রন্থ প্রকাশ : চন্দ্রাবতী একাডেমি কর্তৃক প্রকাশিত হয়েছে শিশুতোষ আনন্দবার্ষিকী 'পাখি সব করে রব', 'চাঁদ উঠেছে ফুল ফুটেছে', 'আমরা সবাই রাজা' ও 'চিরদিন তোমার আকাশ'। গতকাল বিকালে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ চারটি শিশুতোষ সংকলনের প্রকাশনা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।