চট্টগ্রামের হাটহাজারীতে ৫৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে হাটহাজারী মডেল থানা সন্নিকটস্থ ত্রিবেণী মোড় থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মাজেদুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই শাহপরাণকে নিয়ে অভিযান চালিয়ে সোমবার দিবাগত মধ্যরাতে ত্রিবেণী মোড় থেকে ৫৫ লিটার চোলাই মদসহ ইয়াসিন ও নূর হোসেনকে আটক করি। তারা বিশেষ কায়দায় শরীরের সাথে বেধে স্যালাইনের প্যাকেট ভর্তি করে মদ বহন করছিল।
হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন- পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন লেমুয়া দারগা আলী বাড়ির নুরুল আলমের পুত্র মো. ইয়াসিন (২০) ও তিন টহরী পূর্ব পাড়ার তাজুল ইসলামের পুত্র মো. নূর হোসেন (১৯)।
এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ