চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে নগরীর ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকা ও কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান বলেন, মোশাররফ হোসেন (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মোশাররফের বন্ধু (আউয়াল) খিচুনিতে তার মৃত্যু হয়েছে দাবি করলেও পুলিশ বিষয়টি আরো খতিয়ে দেখছেন। মোশাররফ কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার মো. শাহজাহানের ছেলে। মোশাররফ ও আউয়াল দুজনই ইপিজেডে গার্মেন্টসে কাজ করেন। তবে ডাক্তাররা মৃত ঘোষণা করলেও ময়নাতদন্তের মাধ্যমে তার মৃত্যুর সঠিক কারণ জানতে পারবনে বলে জানান তিনি।
অপরদিকে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ট্রাক থেকে গ্লাস নামানোর সময় গ্লাস শিট মাথায় পড়ে হারুনুর রশিদ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। হারুন নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ। তিনি বলেন, অসর্তকর্তাবশত একটি গ্লাস শিট তার মাথায় পড়ে তিনি মারাত্মক আঘাত পান। পরে চমেকে ভর্তি করা হলেও ডাক্তাররা মৃত্যু ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন