চট্টগ্রামের কর্ণফুলী থানার বড়উঠান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা মামুন আল রশিদ সাগর (২৪) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কুমিল্লার মুরাদনগর এলাকায় অভিযান চালিয়ে আলী আজগর (২০) ও মো. আশিককে (২১) গ্রেফতার করা হয়। তারা মামুন হত্যা মামলার এজাহারনামীয় আসামি বলে জানায় পুলিশ।
এর আগে গত ১ অক্টোবর মামুন আল রশিদ সাগর হত্যা মামলার আসামি মো. ওমরকে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর এলাকায় তার খালার বাসা থেকে গ্রেফতার করা হয়। এ নিয়ে এ ঘটনায় দায়েরকৃত মামলায় মোট ৩ আসামি গ্রেফতার করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর মাহমুদ বলেন, ‘প্রায় ৩৬ ঘণ্টার অভিযানে মামুন হত্যা মামলার দুই আসামিকে কুমিল্লার মুরাদনগর থেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ওই মামলায় মোট তিনজনকে গ্রেফতার করা হয়। আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী উপজেলার বড়উঠানের শাহ মীরপুর এলাকায় মামুন আল রশিদ সাগরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামুনের বন্ধু আজিজ আহত হন। মামুন বড়উঠান এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর রাতে মামুনের ভাই মো. ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী আলী নুর, আজম, আলী আজগর, মো. ওমর ও শাহনূরসহ পাঁচজনকে এজাহারনামীয় এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার