অপহরণের দুই মাস ২১ দিন পর চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার একটি বাসা থেকে নাঈমুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র্যাব-৭। মঙ্গলবার ভোরে তাকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)। উদ্ধার হওয়া শিশু নাঈমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই'র ছেলে।
র্যাব জানায়, নাঈমুলের বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তাদের নিকট আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ২৪ আগস্ট কক্সবাজারের পেকুয়া থেকে শিশু নাঈমুলকে অপহরণ করে নগরীর বাকলিয়া থানাধীন রফিক সওদাগর কলোনিতে একটি বাসায় ২ মাস ১২ দিন জিম্মি করে রাখা হয়। অপহরণের দুই মাস পরও উদ্ধার না হওয়ায় নাঈমুলের বাবা র্যাবের সহায়তা চান। এরপর অভিযানে নেমে নাঈমুলকে উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার