চট্টগ্রাম নগরের বাকলিয়া ও পাহাড়তলী থানাধীন এলাকা থেকে জামায়াত-শিবিরের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার নগরীতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, পাহাড়তলী থানা এলাকা থেকে ডা. সাহাদাত হোসেনকে (৫০) গ্রেফতার করা হয়েছে। তিনি পাহাড়তলী থানা জামায়াতের আমির। তার বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ ও হালিশহর থানায় ভাংচুর, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৯টি মামলা আছে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে রাহাত্তারপুল এলাকা থেকে জামায়াত ও শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- জামায়াতকর্মী মো. ওমর ফারুক (৪৫) ও শিবিরকর্মী মো. সাইফুর রহমান প্রকাশ সালেহ (২৬)। নাশকতার পরিকল্পনার জন্য তারা সেখানে জড়ো হয়েছিলেন। তাদের কাছ থেকে বিস্ফোরকদ্রব্য ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার