চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পটকা মাছের বিষক্রিয়ায় অসুস্থদের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক)। শুক্রবার বিকালেও চমেকের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি থাকা ৫ জন অসুস্থ রোগীদের চিকিৎসা চলছে বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া।
তিনি বলেন, গত বহস্পতিবার মিরসরাইয়ে পটকা মাছ খেয়ে অসুস্থদের মধ্যে চমেকে চিকিৎসাধীন পাঁচজন। তারা হলেন বিলকিস (৩০), লাভলি (১০), ঝরনা (৮), সাব্বির (৭) ও শফিকুল (৩৫)।
তিনি বলেন, বৃহস্পতিবার মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় পটকা মাছের বিষক্রিয়ায় দাদি ফজিলা খাতুন (৬০) ও নাতনি মরিয়ম (৩) অসুস্থ অবস্থায় চমেকে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা