চট্টগ্রাম নগরীর ঝর্ণাপাড়া এলাকা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম মাফিয়া আকতার। শুক্রবার রাতে সিএমপি’র ডবলমুরিং থানা পুলিশ এ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেল হাওলাদারকে আটক করা হয়েছে।
ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। তার শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর ২০১৮/হিমেল