চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ১১ হাজার ৪৬৫ জন পরীক্ষার্থী তাদের খাতা পুন:নিরীক্ষণের জন্য আবেদন করেছে।
গত ২৫ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত পুন:নিরীক্ষণ আবেদনের সময় ছিল।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব হাসান জানান, সবচেয়ে বেশি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়েছে গণিতে তিন হাজার ৬৭৪টি, ইংরেজিতে তিন হাজার ২৩টি। এছাড়াও বাংলায় দুই হাজার ২৮০, ইসলাম ও নৈতিক শিক্ষায় এক হাজার ৮৪, বিজ্ঞানে দুই হাজার ৯৮৮, বাংলাদেশ ও বিশ্বপরিচিতিতে এক হাজার ৮৪৪ এবং আইসিটিতে ৬৫৭ টিসগ মোট ১৬ হাজার চারটি উত্তরপত্র পু:নিরীক্ষণের আবেদন জমা পড়েছে। আগামী ২৪ জানুয়ারি পুন:নিরীক্ষণের ফল প্রকাশিত হবে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার এক হাজার ২৪০টি স্কুলের দুই লাখ দুই হাজার ৪৫৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন