উপমহাদেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদীতে মা মাছের মজুদ বৃদ্ধিতে ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন এসব পোনা অবমুক্ত করেন।
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়দুুয়ারা ইউনিয়নের নয়া হাট এলাকায় এসব পোনা অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন, সহকারি কমিশনার (ভূমি) সম্রাট খিসা, গড়দুুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মুর্শেদ, হালদা নদীর পোনা সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, হালদা নদীতে মা মাছের পোনা বৃদ্ধিতে ৫০ কেজি পোনা অবমুক্ত করা হয়েছে। আগামী ডিম ছাড়ার মৌসুমকে কেন্দ্র করে পোনাগুলো অবমুক্ত করা হয়েছে। হালদা নদীর পোনা মানসম্মত। এ নদীর পোনার খ্যাতি দেশজুড়ে। আমরা চাই পোনাগুলো দুষণমুক্ত হয়ে বড় হবে। রাতের অন্ধকারে কেউ যেন মাছ চুরি, জাল বসানো ও বালি উত্তোলন না করে। কেউ এসব অন্যায় কাজ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘পোনা অবমুক্ত করা হয়েছে। কিন্তু হালদা নদীকে দুষণ ও দখল মুক্ত রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। কিছু অসাধু ব্যক্তির কারণে হালদা নদী মানবসৃষ্ট অত্যাচারের শিকার হচ্ছে প্রতিনিয়ত। এ সব থেকে নদীটিকে বাঁচাতে পারলেই আজকের পোনা অবমুক্তকরণের সুফল পাওয়া যাবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন