রেল লাইনে হাঁটার সময় কানে হেডফোন লাগিয়ে গান শোন ছিলেন হযরত আলী স্বাধীন নামে এক ব্যক্তি। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরে যাচ্ছিল একটি ডেমু ট্রেন। ট্রেনটি বার বার হুইসেলে দিলেও হেডফোনে গান শোনার কারণে শুনতে পান না স্বাধীন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার।
শনিবার বিকালে নগরীর দুই গেইট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্বাধীন দিনাজপুর জেলার নিজাম উদ্দিন সরকারের ছেলে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, কানে হেডফোন লাগিয়ে ষোলশহর স্টেশনের দিকে হেঁটে যাচ্ছিল ওই ব্যক্তি। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরমুখী ডেমু ট্রেন বারবার হুইসেল দিলেও শুনতে পাননি। এতে ট্রেনে কাটা পড়ে নিহত হন তিনি।
বিডি প্রতিদিন/১৯ জানুয়ারি ২০১৯/আরাফাত